গল্প নয় সত্যি
সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, মানুষের আর্থিক উন্নয়ন আজ আর গল্প নয় সত্য। বরিশালের বিভিন্ন সমবায় সমিতি উহা বাস্তবে পরিণত করছে। যেমন: বরিশাল আর্যলক্ষী সমবায় সমিতি লি:।
বরিশাল আর্যলক্ষী সমবায় সমিতি লি: শ্রদ্ধেও বিপীন বিহারী দাসগুপ্তের অনুপ্রেরণায়য় ১ মে ১৯২৭ সনে প্রতিষ্ঠা লাভ করে। সমিতিটির নিবন্ধন নং-০১৪৬ বিডি, তাং ০৫/০৩/১৯২৭ খ্রি: । ৩৯ জন সদস্য ও ৩৯ টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ৩৬৪ জন সদস্য এবং কার্যকরী মূলধন ৫,০৪,৫৪,২৪০/- টাকা।
বরিশাল আর্যলক্ষী সমবায় সমিতি লি: প্রতিষ্ঠা লগ্ন হতে সদস্যদেরর স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে।
সমিতিটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে প্রতি বছর প্রবীন ০৬ জন সদস্যকে সম্মাননা প্রদান করে থাকে। এছাড়া সদস্যদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদানসহ রমজান মাসে দোয়া মাহফিল সার্বজনীন পূজায় উৎসবের আয়োজন করে থাকে।
সমিতিটি আর্থিকভাবে যথেষ্ট সফলতা অর্জন করেছে। সদরর রোডে ৪ তলা নিজস্ব ভবন ইতোমধ্যে মাঝে লভ্যাংশ বিতরণ করে থাকে। বর্তমানে সমিতির ব্যাংক স্থিতি ২২৯০৬১৭২/- টাকা।
আর্থ সামাজিক উন্নয়নে সমিতিটির যথেষ্ট ভূমিকা রয়েছে। সমিতি হতে ঋণ গ্রহন করে বহু সদস্য স্বাবলম্বী হয়েছে। সদস্যরা নানানমুখী ব্য্যবসা বানিজ্য করে যেমন: গার্মেন্টস এর জামা কাপড়, ব্যবসা, মুদি , ব্রয়লার মুরগীর ফার্ম, ব্যাটারী চালিত রিক্সা, ঔষধের ব্যবসাসহ নানান ব্যবসায় নিয়োজিত হয়ে সদস্যরা নিজের আর্থ সামাজিক উন্নয়নসহ দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS